Site icon জনতার মশাল

অমিত রক্ষিতের ক্যানভাসে ২৩-র আগাম চিত্র।

ডেস্ক রিপোর্টার,২৫মার্চ।।
২৫ মার্চ,২০২২- দ্বিতীয় বারের মতো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যানাথ। আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পাশের আসনে বসিয়ে স্বাক্ষর করছিলেন যোগী আদিত্যনাথ।
দেশীয় রাজনীতির এই বিরল ছবি লেন্সবন্দী হয়। লখউনোতে লেন্সবন্দী হওয়া বিরল ছবি দেখে ত্রিপুরার ২৩-র ক্যানভাস অঙ্কন করলেন প্রদেশ বিজেপি’র সহসভাপতি অমিত রক্ষিত। তিনি এই বিরল ছবি(যোগী আদিত্যনাথ ও বিপ্লব কুমার দেবের) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন,”২৩-এ এই ছবির পুনরাবৃত্তি হবে,তখন কলম থাকবে অন্য জনের হাতে।” অর্থাৎ এদিন কলম ছিলো যোগী আদিত্যানাথের কাছে।এবং ২৩-এ কলম থাকবে বিপ্লব কুমার দেবের হাতে। রাজনীতির লগারিদম পরিষ্কার ২০২৩-এ রাজ্যে ফের সরকার গঠন করবে বিজেপি।এবং যোগীর মতোই দ্বিতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে স্বাক্ষর করবেন বিপ্লব কুমার দেব।তখন অবশ্যই পাশে থাকবেন উত্তর প্রদেশের “পোস্টার বয়” যোগী আদিত্যনাথ, তখন তিনি থাকবেন আজকের বিপ্লব দেবের ভূমিকায়।

Exit mobile version