Site icon জনতার মশাল

অসমে উদ্ধার ত্রিপুরা থেকে পাচার হওয়া ৪ হাজার ৭শো ২৮কেজি গাঁজা।

ধর্মনগর ডেস্ক।।
ত্রিপুরা থেকে অসম হয়ে বহিঃরাজ্যে পাচারের পথে বিপুল পরিমাণ গাঁজা আটক করল অসম পুলিশ। ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোষ্টের সামনে নাকা চেকিং চলাকালীন সময় অসম পুলিশ গাঁজার চালানের হাদিস পায়। উদ্ধার কৃত গাঁজার পরিমাণ ৪ হাজার ৭শো ২৮ কেজি। প্রশ্ন উঠছে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে। গাঁজা বোঝাই লরি একের পর এক থানা এলকা অতিক্রম করলেও পুলিশ নিশি ঘুমে আচ্ছন্ন।
অসম পুলিশ জানিয়েছে,সোমবার রাত ১টা নাগাদ আগরতলা থেকে ত্রিপুরার সবকটি থানা পেরিয়ে অসম- ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোষ্টের সামনে আসে AS01FC-1894 নম্বরের একটি দশ চাকার রাবার সিট বোঝাই লরি। নিয়ম অনুযায়ী অসম পুলিশ লরিতে থাকা বারার সিটে তল্লাশি শুরু করে। তখনই অসম পুলিশের চোখ চড়ক গাছ হয়ে যায়। রাবার সিটের মাঝখান থেকে পুলিশ একে একে বের গাঁজার প্যাকেট। পুলিশ লরির চালক, সহ চালককে গ্রেফতার করে।। আটক করে পুলিশ তল্লাশি করতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো। এই অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট থানার ইনচার্জ নিরঞ্জন দাস।

Exit mobile version