Site icon জনতার মশাল

আগামী ২৭সেপ্টেম্বর
দেশজুড়ে ধর্মঘটের ডাক।

ডেস্ক রিপোর্টার,১২সেপ্টেম্বর।।

ফের কৃষক আন্দোলনে উত্তাল হয়ে উঠবে গোটা দেশ।আগামী ২৭সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন।কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে দেশের ১৫টি ট্রেড ইউনিয়ন,৭টি মহিলা সংগঠন,আইনজীবীদের সংগঠন সহ ছাত্র-যুব সংগঠন।সারা দেশের সঙ্গে রাজ্যে আগামী ২৭ সেপ্টেম্বর পালিত হবে ধর্মঘট।রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন কৃষক নেতা পবিত্র কর।
পবিত্র কর সাংবাদিক বৈঠকে বলেন,আগামী ২৬সেপ্টেম্বর কৃষক আন্দোলনের দশ মাস পূরণ হবে। কিন্তু এখন পর্যন্ত কৃষকদের দেওয়া দাবি পূরণ করে নি কেন্দ্রীয় সরকার।এই কারণেই আগামী ২৭সেপ্টেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের সমস্ত কৃষক সংগঠন। কৃষি বিল প্রত্যাহার,ফসলের নূন্যতম মজুরীর জন্য নিশ্চয়তা আইন সহ বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার।মূলত তিনটি দাবির ভিত্তিতেই হবে এই ধর্মঘট।
ধর্মঘটকে সফল করতে রাজ্যের বিভিন্ন বাম সংগঠনের কৃষক নেতারা সংযুক্ত কিষান মোর্চা গঠন করেছে।মূলত এই ব্যানার থেকেই রাজ্যেও হবে আন্দোলন।ধর্মঘট সফল করার জন্য বাম কৃষক নেতারা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

Exit mobile version