Site icon জনতার মশাল

আজও অধরা বাম কর্মী
বেণু বিশ্বাসের খুনিরা।

ডেস্ক রিপোর্টার,১৩ফেব্রুয়ারি।।
রাজনগরের সিপিআইএম কর্মী বেণু বিশ্বাস খুনের তদন্ত নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব রাজ্য সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ময়নাতদন্তের আগেই বেণু বিশ্বাস খুন হয়নি বলে রিপোর্ট দিয়েছেন পিআর বাড়ি থানার ওসি অঞ্জন চাকমা। ওসি’র এই রিপোর্ট মোতাবেক পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয় প্রেস বিবৃতি। সিপিআইএম রাজ্য সম্পাদকের অভিযোগ, বেণু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জয়দেব সরকারের সঙ্গে হরিহর আত্মা থানার ওসি অঞ্জন চাকমার। ওসি অঞ্জন চাকমা অপরাধীদের গ্রেফতার না করে তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য ময়নাতদন্তের আগেই রিপোর্ট দিয়ে দেন।এক্ষেত্রে ওসি অঞ্জন চাকমার নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জিতেন্দ্র চৌধুরী।এই কারণেই পিআর বাড়ি থানার ওসি অঞ্জন চাকমাকে বরখাস্তের দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।তিনি বলেন, অঞ্জন চাকমাকে থানায় রেখে বেণু বিশ্বাস হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবে হবে না।
প্রসঙ্গত, গত ১০ফেব্রুয়ারি সিপিআইএম কর্মী বেণু বিশ্বাসকে খুন করে দুস্কৃতিরা। সিপিআইএমের বক্তব্য, দুষ্কৃতিরা বিজেপি আশ্রিত।বেণু বিশ্বাসকে এর আগেও খুন করার চেষ্টা করা হয়েছিলো। বিজেপি’র দুস্কৃতিরা মারধর করেছিলো খুন হওয়া বেণুর পরিবারের লোকজনদের। বেণু বিশ্বাস হত্যার ঘটনা কেন্দ্র করে জোরদার আন্দোলন করেছে সিপিআইএম। আগরতলা থেকে রাজনগর সরব হয়েছে বাম কর্মী-সমর্থকরা।তারা প্রতিবাদ মিছিল করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলছে। তবে খবর লেখা পর্যন্ত পুলিশ বেণুর খুনিদের গ্রেফতার করে নি।

Exit mobile version