Site icon জনতার মশাল

আর্থিক দুর্নীতির মামলা,
ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে প্রাক্তন বিধায়িকা

ডেস্ক রিপোর্টার, ২জুলাই
খাদি বোর্ডের আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন বিধায়িকা গৌরী দাসকে তলব করেছে ক্রাইম ব্রাঞ্চ। তেলিয়ামুড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা তথা সিপিআইএম নেত্রী গৌরী দাস খাদি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাম জামানায়।তৎকালীন সময়ে বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কাইজার দেববর্মার সঙ্গে মিলে ৩৩ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে ছিলো এই সিপিআইএম নেত্রীর বিরুদ্ধে। শুক্রবার তদন্তকারী ক্রাইমব্রাঞ্চ গৌরী দাসকে তলব করে। এবং দফায় দফায় এই সিপিআইএম নেত্রীকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে খাদি বোর্ডের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কাইজার দেববর্মাকে জিজ্ঞাসা বাদ করা হয়েছিলো। খাদি বোর্ড সূত্রে জানা গেছে, মৌ-মাছির বাক্স তৈরীর টেন্ডার সহ চারিপাড়াতে বিল্ডিং নির্মাণ এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের নামে টাকা লুটের অভিযোগ ছিলো গৌরী দাস ও কাইজার দেববর্মার বিরুদ্ধে। কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়নি টেন্ডার।আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কাজ না করেই অর্থ হাফিজ করে নিয়েছিলেন গৌরী দাস ও কাইজার দেববর্মা।খাদি বোর্ডের আর্থিক দুর্নীতি নিয়ে লোকায়ুক্ত’র কাছে মামলা দায়ের করা হয়েছিলো। এই মামলার প্রেক্ষিতেই ক্রাইম ব্রাঞ্চ শুরু করেছিল তদন্ত।

Exit mobile version