Site icon জনতার মশাল

আশীষ দল ছাড়লে বিজেপি’র
কোনো ক্ষতি হবে না: রেবতী।

ডেস্ক রিপোর্টার,৭ অক্টোবর।।
রাজ্যের ধলাই জেলার সুরমা কেন্দ্রের বিধায়ক আশীষ দাস মৌখিক ভাবে বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দল ছাড়ার ঘোষণা দেওয়ার আগে তিনি করেছেন প্রায়শ্চিত্ত। এই প্রসঙ্গে দেশের রাজধানী দিল্লিতে অবস্থানরত রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরা সাংবাদিকদের বলেন,” আশীষ দাস বিজেপি ছাড়লে তাতে দলে কোনো প্রভাব পড়বে না।ত্রিপুরায় বিজেপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।আছে জনসমর্থন। সুতরাং আশীষ দাস দল ছেড়ে দিলে সরকারের যে কোন বিপদ হবে না তা স্পস্ট করে দিয়েছেন পূর্ব আসনের সাংসদ রেবতী ত্রিপুরা।”
তথ্য দিয়ে রেবতী ত্রিপুরা বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের মোট বিধায়ক সংখ্যা ৪৪জন।তারমধ্যে বিজেপি’র রয়েছে ৩৬জন।আইপিএফটি’র ৮জন। আশীষ দাস বিজেপি ছাড়লে দলের কোনো ক্ষতি হবে না। রেবতী ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এর আগেও তৃণমূল কংগ্রেস রাজ্যে এসেছিলো।কিছু দিন দৌড়ঝাঁপ করার পর স্তিমিত হয়ে যায়। এটা তৃণমূলের জন্য নতুন কিছু নয়। বর্তমানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন নেই। বিভিন্ন রাজনৈতিক দলে যে সকল নেতারা গুরুত্বহীন তারাই মূলত তৃণমূল কংগ্রেসে এসেছেন।মানুষের কাছে নেই তাদের জনপ্রিয়তা।

Exit mobile version