Site icon জনতার মশাল

ইতিহাসের সমস্ত রেকর্ড
ছাপিয়ে গেলো সোনার দাম।

ডেস্ক রিপোর্টার,৯ এপ্রিল।।
         ইতিহাসে প্রথমবার সোনার দাম পূর্বের সমস্ত রেকর্ডকে ছড়িয়ে গেলো।প্রতিদিন চরচর করে বাড়ছে হলুদ ধাতুর দাম। পাকা সোনার দাম আকাশ ছোঁয়া হতেই নতুন করে উদ্বেগ বেড়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে।
         সোনার বাজারের সর্ব শেষ তথ্য অনুযায়ী, সোমবার রাজ্যে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য হয়েছে ৬৮ হাজার ১০০ টাকা। এবং প্রতি ভরি সোনার দাম হয়েছে ৮০ হাজার,৩০৮ টাকা।
    মূলত রবিবার থেকেই হলুদ ধাতুর বাজার চড়া হয়ে উঠে। এর আগে কখনো সোনার দাম এতটা বৃদ্ধি হয় নি। সামনেই নববর্ষ।তারপর বিয়ের মরশুম। দাম বৃদ্ধির ফলে নববর্ষে প্রচন্ড ভাবে মার খেতে পারে সোনার বাজার।স্বাভাবিক ভাবেই চিন্তায় জুয়েলারি ব্যবসায়ীরা।


দেশের সোনার বাজারের খবর, আপাতত সোনার দাম কমার কোনো লক্ষণ নেই।চলতি বছরের মাঝামাঝি সময়ে কিছুটা কমতে পারে। তাই সোনার মূল্যের চড়া বাজারে সতর্ক থাকতে হবে ক্রেতাদের।সোনার গয়না কেনার আগে হলমার্ক আছে কিনা দেখতে হবে।হলমার্ক সোনার গুণগত মান ও গ্যারান্টি নির্ধারণ করে থাকে। মূলত এই কাজটি দেখাশুনার করে থাকে ভারত সরকারের ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস।সংক্ষেপে যাকে বলা হয় বিআইএস।

Exit mobile version