Site icon জনতার মশাল

উত্তর-পূর্বের বিশিষ্ট ধর্মীয় স্থান ত্রিপুরা:মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার,২৪ এপ্রিল।।
রাজ্যের সরোবর নগরী উদয়পুরের জগন্নাথ দীঘি থেকে ভগবান বিষ্ণুমূর্তি হদিস পাওয়ার বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী টুইট করে বলেন,” ধর্মের জন্য উত্তর-পূর্বের বিশিষ্ট স্থান ত্রিপুরা। জগন্নাথ দীঘি থেকে ভগবান বিষ্ণুর দুইটি মূর্তি পাওয়া তারই প্রমাণ। মুখ্যমন্ত্রীর কথায়, ঊনকোটি পাহাড়ে হাজার হাজার বছরের পুরানো শিলাগুলিও রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতিকে চিত্রিত করে চলছে।”

Exit mobile version