Site icon জনতার মশাল

উদ্যোগী যুবকের প্রশংসায়
পঞ্চমুখ অমিত রক্ষিত।

ডেস্ক রিপোর্টার,১৭এপ্রিল।।
জয়ন্ত দত্ত। বাড়ি উদয়পুর। তিনি একজন শিক্ষিত উদ্যোগী যুবক। ত্রিপুরেশ্বরী মন্দিরকে আঁকড়ে ধরে দেশ-বিদেশ অনলাইনে ব্যবসা করছেন তিনি। রাজ্যের এই তরুণের প্রশংসা করেন রাজ্য বিজেপি’র সহ সভাপতি আমির রক্ষিত। জয়ন্ত দত্তের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিও পোস্ট করেন তিনি।
অমিত রক্ষিত সোশ্যাল মিডিয়ায় লিখেন,
মাতাত্রিপুরসুন্দরী অনলাইনে পূজো দেওয়ার সম্ভাবনার কথা কল্পনা করেছিলেন জয়ন্ত।
তিনি অনলাইনে পুজোর বুকিং নেন, ক্লায়েন্টের জন্য করা পুজোর ছবি ও ভিডিও তোলেন । মাতাবাড়ির বিখ্যাত পেড়া, আশির্বাদ ও মাতা ত্রিপুরসুন্দরীর ছবি একটি ফুড গ্রেড কুরিয়ার করেন ভক্তদের উদ্দেশ্যে। এই পরিষেবার প্রদানের অবশ্যই চার্জ নেন এবং সরকারকেও ট্যাক্স দেন।
নিঃসন্দেহে জয়ন্ত দত্তের এই উদ্যোগ দেখে আরও যুবক অনুপ্রাণিত হবে। তারাও আগামী দিনে এগিয়ে আসবে এধরণের ব্যবসায়।

Exit mobile version