Site icon জনতার মশাল

উদয়পুরে টেলেন্ট সার্চ পরীক্ষায়
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ।

উদয়পুর ডেস্ক,১৯ ডিসেম্বর।।
সারা রাজ্যের সঙ্গে উদয়পুরেও নবম শ্রেণীর অংক এবং বিজ্ঞান বিষয়ের ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছে । উদয়পুর ভগিনী নিবেদিতা গার্লস স্কুলে ২৮৬ জন পরীক্ষার্থী মধ্যে ৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার সকাল ১১টা নাগাদ শুরু হয় পরীক্ষা। তবে ছয় জন পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে না পৌঁছানোর কারণে প্রথমে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তী সময় এক প্রকার বাধ্য হয়ে চাপের মুখে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়। কিন্তু রাইয়া বাড়ি স্কুলের দুজন পরীক্ষার্থী স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়ে এদিন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের পরীক্ষায় বসার জন্য বৈধ কাগজপত্র দেওয়া হয়নি। ফলে টেলেন্ট সার্চ পরীক্ষায় তারা বসতে পারিনি। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে পরীক্ষায় বসতে না পারায় ছাত্রছাত্রীসহ অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

Exit mobile version