Site icon জনতার মশাল

উপভোটে ভোটাধিকার প্রয়োগ
করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জননী।

ডেস্ক রিপোর্টার,১৭জুন।।
উপভোটে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার মা।শুক্রবার তিনি ভোট দিয়েছেন। তাও আবার বাড়িতে বসেই। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম, ৮০ ঊর্ধ্ব ভোটারা বাড়ি থেকেই ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহন করবেন। এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই এদিন মুখ্যমন্ত্রীর মা বাড়িতে বসেই ভোট দান করেছেন।

মায়ের ভোটদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন,”আমি নির্বাচন কমিশণ ও রাজ্য নির্বাচন দপ্তরকে এই সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সম্মানিত ৮০ উর্ধ্ব নাগরিকগণকে বাড়ীতে থেকেই ভোটদান করার প্রক্রিয়ায় অংশ নিতে অনুরোধ করছি।”
৮০ ঊর্ধ্ব সিংহ ভাগ ভোটারের পক্ষে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব হয় না।কারণ তাদের অধিকাংশই শারীরিক ভাবে অসুস্থ থাকেন। অনেকে সুস্থ থাকলেও তাদের মনে ভোট দেওয়ার মানসিকতা থাকে না। তারা থাকেন ভোট দানে বিরত।এই বিষয়টিকে মাথায় রেখেই নির্বাচন কমিশন ৮০ -ঊর্ধ্ব বয়স্ক ভোটারদের বাড়িতে বসেই ভোট দানের ব্যবস্থা করে।

Exit mobile version