Site icon জনতার মশাল

কুপিলং এসপিও ক্যাম্প থেকে
উদ্ধার গ্রেনেড,তদন্তে নেমেছে পুলিশ।

উদয়পুর ডেস্ক,২৬মার্চ।।
তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় এখনো আতঙ্ক বিরাজ করছে কিল্লা থানার কুপিলং এসপিও ক্যাম্পে। কারা, কিভাবে বা কি উদ্দেশ্যে এসপিও ক্যাম্পে তাজা গ্রেনেড মজুত করেছিলো? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।কিন্তু তাদের কাছে এখনো নেই পরিস্কার কোনো চিত্র। শুক্রবার দুপুরে ক্যাম্প সাফাই করার সময় আবর্জনার সঙ্গে থাকা গ্রেনেডটি উদ্ধার করেছিলো এসপিও জওয়ানরা।
ঘটনা জানাজানির পর জরুরি তলবে পুলিশ, বোম্ব স্কোয়ার্ড, ডগ স্কোয়ার্ড ছুটে এসেছিলো অকুস্থলে। পুলিশের বোম্ব স্কোয়ার্ড কর্মীরা সন্তর্পনে গ্রেনেডটি উদ্ধার করার পর নষ্ট করে দেয়। বোমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, উদ্ধারকৃত গ্রেনেডটি পুরানো হলেও তাজা।এবং উচ্চ ক্ষমতা শক্তি সম্পন্ন। বিস্ফোরণ হলে হতে পারতো ব্যাপক ক্ষতি।অল্পতে রক্ষা পেয়েছে এসপিও ক্যাম্প।
গ্রেনেড উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে কিল্লা থানার পুলিশ একটি মামলা রুজু করে শুরু করেছে তদন্ত। তবে খুঁজে পাচ্ছে না মোডাস অপারেন্ডি। স্বাভাবিক ভাবেই অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ।আতঙ্কের প্রহর গুনছে এসপিও ক্যাম্পের জওয়ানরা।

Exit mobile version