Site icon জনতার মশাল

ক্রমশ গতি পাল্টাচ্ছে
রাজ্য রাজনীতির:জিতেন্দ্র

সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

ডেস্ক রিপোর্টার,।।
“প্রতিদিন দ্রুত গতি পাল্টাচ্ছে রাজ্য রাজনীতি। ক্রমশ জটিল হয়ে উঠছে রাজ্য রাজনীতির পরিবেশ।”—বক্তা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।সোমবার মেলারমাঠে সিপিআইএম রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকের আগে একথা জানিয়েছিলেন তিনি।
জিতেন্দ্র চৌধুরী বলেন, সিপিআইএমের ২৩তম রাজ্য সম্মেলনের পর এটা হচ্ছে রাজ্য কমিটির দ্বিতীয় বৈঠক।এবং ২৩তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির প্রথম বৈঠক।
জিতেন্দ্র চৌধুরীর কথায়, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।এই পরিস্থিতিতে সিপিআইএমে পদক্ষেপ কি হবে?এবং দলের সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে। এই সমস্ত দৃষ্টি কোন থেকে এদিনের রাজ্য কমিটির বৈঠক খুব গুরুত্বপূর্ণ।

সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক।

রাজনীতিকরা বলছেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধীরে ধীরে পাল্লা ভারী হচ্ছে বামেদের। বামেরা এখনো শক্ত হাতে ধরে রেখেছে সংগঠন। অটুট আছে দলের ভোট ব্যাংক।সব মিলিয়ে অনুকূল পরিবেশের ইঙ্গিত পাচ্ছে বামেরা।তাই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি নিয়ে রাজনীতির ময়দানের ঝাঁপিয়ে পড়তে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম।

Exit mobile version