Site icon জনতার মশাল

খোয়াই ও আমবাসা কেন্দ্রের দুইটি বুথে ১০০ শতাংশের অধিক ভোট।

আগরতলা, ২৭এপ্রিল ।।
         ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে ভোট গ্রহণ পর্ব শুক্রবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণের শেষে প্রাপ্ত তথ্য অনুসারে দেখা যায় দুইটি ভোট গ্রহণ কেন্দ্রে ১০০ শতাংশের বেশি ভোট হয়। ২৫-খোয়াই বিধানসভার ২৯ নম্বর বুথে ১০০.৮৪ শতাংশ ভোট হয়। এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার ৪৭৯ জন। এরমধ্যে ভোট পড়ে ৪৬১টি। ইডিসিতে ভোট পড়ে ২২ টি। সব মিলিয়ে এই বুথে মোট ভোট পড়ে ৪৮৩টি। অন্যদিকে, ৪৭-আমবাসা বিধানসভা ক্ষেত্রের ৬৭নম্বর বুথে ভোট পড়ে ১২১.৯৭ শতাংশ। এই বুথে মোট ভোটার ১৭৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১৫৯ টি।


ইডিসিতে ভোট পড়ে ৬২টি। সব মিলিয়ে মোট ভোট হয় ২১১ টি। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম মেনে ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোটার নিজের ভোট কেন্দ্র ছাড়া সংসদীয় ক্ষেত্রের যেকোনো ভোট কেন্দ্রে ভোট দানের সুযোগ পান।


আর এই দুইটি ভোট কেন্দ্রে বেশি সংখ্যায় ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট পড়ায় ভোটের শতাংশ ১০০ ছাড়িয়েছে।

Exit mobile version