Site icon জনতার মশাল

খোয়াই শহরকে পুষ্পায়নের
উদ্যোগ অমিত রক্ষিতের।

ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
সংস্কৃতির শহর খোয়াইকে পুষ্পায়নের লক্ষ্যে কাগুজি ফুল গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ বিজেপির সহ- সভাপতি অমিত রক্ষিতের হাত ধরে শুরু হয়েছে খোয়াই শহরে পুষ্পায়নের কাজ। রবিবাসরীয় দুপুরে অমিত রক্ষিত খোয়াই শহরে নিজ হাতে রোপণ করেছেন কাগুজি ফুলের চারা। এরপর গোটা খোয়াইয়ে ধাপে ধাপে কাগুজি ফুলের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে বিজেপির নেতা – কর্মী – সমর্থকরা।
এদিন কাগুজি ফুলের চারা রোপণ করার আগে ছোট্ট অনুষ্ঠানও হয়।এই অনুষ্ঠানে অমিত রক্ষিত বক্তব্য রাখেন। এবং তিনি বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে খোয়াই শহরকে পুষ্পায়ন করার উদোগের কথা জানান।
খোয়াইয়ের মানুষের বক্তব্য, দীর্ঘ বাম জামানায় খোয়াইয়ের মানুষ সংস্কৃতি চর্চা ভুলে গিয়েছিলো।২০১৮- র পর থেকে অমিত রক্ষিতের নানান কার্যকলাপের মধ্যে দিয়ে ফের সংস্কৃতি চর্চা শুরু হয়েছে খোয়াইয়ে।

Exit mobile version