Site icon জনতার মশাল

গতি বাড়ছে সাংবাদিকদের আন্দোলনের।

ডেস্ক রিপোর্টার,৯সেপ্টেম্বর।।
সংবাদ পত্রের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনার প্রতিবাদে সরব রাজ্যের সংবাদ মাধ্যম। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজ্যের সাংবাদিকরা ডেপুটেশন দেয় রাজ্য পুলিশের মহানির্দেশকের ভি এস যাদবের কাছে। বুধবার সাংবাদিকরা ১২ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলো,দোষীদের গ্রেফতারের জন্য। একই দাবিতে সাংবাদিকরা রাজ্য পুলিশের ডিজিপির দরবারে দ্বারস্থ হয়েছিলো। তারা করে প্রতীকী প্রতিবাদ।তবে এখন পর্যন্ত দোষীদের গ্রেফতারের কোনো খবর নেই বলে জানা যায়।
প্রসঙ্গত বুধবার বিকালে বিজেপি’র প্রতিবাদ মিছিলে আসা কর্মী-সমর্থকরা হামলা করেছিলো রাজ্যের প্রথম সারির দৈনিক “প্রতিবাদী কলম” পত্রিকা অফিসে।একই সঙ্গে থাকা পিবি-২৪ টিভি চ্যানেলেও হামলা হয়।গুরুতর জখম হন তিন সাংবাদিক।এই ঘটনার প্রেক্ষিতে “প্রতিবাদী কলম” পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছিলেন। একই দিনে হামলাকারীরা অতর্কিত হামলা চালিয়েছিল সিপিআইএম’র মুখপত্র “দেশের কথা”র অফিসেও।অভিযোগ বাম নেতৃত্বের। সব মিলিয়ে সংবাদ পত্রের উপর আক্রমণের ঘটনা কেন্দ্র করে প্রতি মুহূর্তে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির।

Exit mobile version