Site icon জনতার মশাল

তিন প্রতিবেশী রাজ্যের
পুলিশ সুপারদের বৈঠক

ডেস্ক রিপোর্টার, ১১এপ্রিল।।
                দেশের জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাজ্য গুলির মধ্যে সুষ্ঠ আইন – শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বৈঠকে বসলো তিন রাজ্যের পুলিশ কর্তারা। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় অসমের করিমগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে। মূলত ত্রিপুরা, অসম ও মিজোরাম এই তিন রাজ্যের বর্ডার এলাকার তিন জেলার পুলিশ সুপাররা প্রতিনিধিত্ব করেন নিজ নিজ রাজ্য থেকে। এই বৈঠকে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন উওর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্ত্তী। অসম থেকে প্রতিনিধিত্ব করেন করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও মিজোরামের হয়ে প্রতিনিধিত্ব করেন মামিত জেলার পুলিশ সুপার অপু খানপুই।
               


তিন রাজ্যের এই তিনটি জেলার সঙ্গেই প্রত্যেকটি রাজ্যের সীমানা রয়েছে।বৈঠকে আলোচ্য বিষয় ছিলো, তিন রাজ্যের সীমান্তবর্তী নাকা পয়েন্ট গুলিকে কঠোর নজরদারী চালানো, অ‌বৈধ চোরাচালানকারীদের গতিবিধির উপর নজর রাখা। সর্বোপরি ভোটের বাজারে আইন – শৃংখলাকে আরোও আটসাটো করা। অনুষ্ঠিত বৈঠকটি মূলত পরিচালনা করেন রাজ্যের উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। বৈঠকে তিন রাজ্যের পুলিশ সুপারাই অপরাধ ঠেকাতে একে, অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দাবি উত্তর জেলা পুলিশের।

Exit mobile version