Site icon জনতার মশাল

তৃণমূল কংগ্রেসের
রাজভবন অভিযান।


ডেস্ক রিপোর্টার, ২৯আগষ্ট।।
রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের ইস্যুতে সোমবার রাজভবন অভিযান করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।রাজধানীর আস্তাবল ময়দান থেকে রাজভবন অভিযানের উদ্দেশ্যে বের হয় তৃণমূলের মিছিল।এই মিছিল রাজভবনে যাওয়ার আগেই আটকে দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের ধস্তাধস্তি হয়।একসময় আন্দোলনকারীদের হটানোর জন্য পুলিশ লাঠচার্জ করে।
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহাকে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলিয়ে নিয়ে যায়। শান্তনু সাহা-সহ আন্দোলনস্থলে থাকা নেতাদের ও কর্মীদের আটক করে পুলিশ।


তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সীমাহীন বেকারত্বের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। তার প্রতিবাদে স্বরূপ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃত্ব।

Exit mobile version