Site icon জনতার মশাল

তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবে ৭৫টি জাতীয় পতাকা উত্তোলন।

এক সঙ্গে ৭৫টি জাতীয় পতাকার উত্তোলন।

তেলিয়ামুড়া ডেস্ক, ১৫আগষ্ট।।
      ৭৫ তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি’কে স্মরণীয় করে রাখার জন্য একসাথে ৭৫ টি জাতীয় পতাকা উত্তোলন করে নজর কাড়লো তেলিয়ামুড়ার বনেদি ক্লাব বলে পরিচিত প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের কর্মকর্তারা।


সোমবার গোটা দেশের সাথে সঙ্গতি বজায় রেখে তেলিয়ামুড়া মহকুমার প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের কর্মকর্তারা সোমবার সকাল সাড়ে সাতটায় ক্লাব প্রাঙ্গনে একই সাথে ৭৫টি জাতীয় পতাকা উত্তোলন করে।


যা অনেকটা চেয়ে দেখার মতো। তেলিয়ামুড়ার বুকে এবারই প্রথম কোন ক্লাব কর্তৃপক্ষ এমন শুভ উদ্যোগের সঙ্গে কাজটি সমাধা করে অনেক ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়ে নিল। যা ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তিকে স্মরণ করে রাখার মতো।


এ প্রসঙ্গে বলতে গিয়ে ক্লাব সম্পাদক পিন্টু দাস জানান,৭৬ তম স্বাধীনতা দিবসের শুরুতেই ৭৫ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই উদ্যোগ।


প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের এই উদ্যোগ প্রসংশিত হয়েছে সর্ব স্তরে। ক্লাব কর্তাদের এই চিন্তা ধারাও অভিনব। স্বভাবিক ভাবেই সাধারন মানুষের কাছে স্বাধীনতা দিবসকে নিয়ে ক্লাবের এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।


Exit mobile version