Site icon জনতার মশাল

দেশ ও সমাজের স্বার্থে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে: অধ্যক্ষ

ডেস্ক রিপোর্টার,৬এপ্রিল।।
” দেশ ও সমাজের স্বার্থে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। ভারতীয় জনতা পার্টির ৪২তম প্রতিষ্ঠা দিবসে করতে হবে এই অঙ্গীকার।”…বক্তা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। বুধবার বিজেপি’র ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একথা বলেছেন তিনি।

ভারতীয় জনতা পার্টির ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার খয়েরপুর মন্ডল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এরপর খয়েরপুরের রাজপথে বের হয় বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা।এই শোভা যাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন খযেরপুর মন্ডলের প্রতিটি বুথে পালিত হয়েছে বিজেপি’র প্রতিষ্ঠা দিবস।

এদিন বিজেপি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করা আবশ্যক। এই দুইয়ের স্বার্থে করতে হবে আত্মত্যাগ। এখনই এই অঙ্গীকার করে ঝাঁপিয়ে পড়তে হবে।কারণ এখন বিজেপি’র দায়িত্ব অনেক বেশি।

Exit mobile version