Site icon জনতার মশাল

দোষীদের গ্রেফতারের
দাবিতে সরব সিপিআই।

ডেস্ক রিপোর্টার,১১সেপ্টেম্বর।।
রাজ্য জুড়ে সন্ত্রাস করছে বিজেপি।
শাসক দল ফ্যাসিস্ট কায়দায় তান্ডব তাণ্ডব শুরু করেছে।অভিযোগ,অভিযোগ বাম ঐক্যের শরিক সিপিআই নেতৃত্বের। শুক্রবার সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শাসক দলের তীব্র প্রতিবাদ করেন নেতৃত্ব।
সাংবাদিক বৈঠকে উপস্থিত সিপিআই’র রাজ্য সহ-সম্পাদক ডাঃযুধিস্থির দাস বলেন, গত ৮’সেপ্টেম্বর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় বিজেপি-আরএসএস সন্ত্রাসীরা
নারকীয় তান্ডব চালায় | রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তর, সদর বিভাগীয় দপ্তর আক্রমণ করে আগুন লাগিয়ে দেয় বিজেপি দূরবৃত্তরা | ভাঙচুর করা হয় প্রতিবাদী কলম এবং পিবি-২৪ সংবাদ দপ্তর | আক্রমণ করা হয় সাংবাদিকদের | পুরো ঘটনা সংগঠিত হয় পুলিশের সামনে। কিন্তু পুলিশ ছিলো ঠুঁটো জগন্নাথ।
ডাঃযুধিস্থির দাসের অভিযোগ, এদিনই গোটা রাজ্যে বামপন্থী দলগুলির অফিসে এবং তাদেরকে কর্মীসমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুর, আগুন, দৈহিক আক্রমণ করে বিজেপির লোকজন।এই ঘটনা সভ্যতার বিরুদ্ধে | তিনি রাজ্যের আপামর জনগণকে বিজেপি-আরএসএস’র বিরুদ্ধে লড়াই সংগ্রামে গর্জে উঠার আহ্বান জানান |
সাংবাদিক সম্মেলনে সিপিআই রাজ্য কার্য্যনির্বাহী পরিষদের সদস্য মিলন বৈদ্য বলেন বিজেপি-আরএসএস দিন দিন দুর্বল হচ্ছে দেখেই দুর্বলতা ঢাকতে এই সব তান্ডব অনুষ্ঠিত করছে | মহিলারাও ছাড় পায়নি বিজেপি-আরএসএস দুস্কৃতিদের আক্রমণ থেকে |
সাংবাদিক সম্মেলনে গত ৮’সেপ্টেম্বরের সংঘটিত ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে দোষীদের গ্রেফতার করার দাবি জানায় সিপিআই নেতৃবৃন্দ |

Exit mobile version