Site icon জনতার মশাল

ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা।

তেলিয়ামুড়া ডেস্ক,২৮ডিসেম্বর।।
ধান মাড়াই করার কাজে ব্যস্ত তেলিয়ামুড়ার ক্ষতিগ্রস্থ কৃষকরা। সম্প্রতি অকাল বৃষ্টির কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলো কৃষকরা। এখন ধান মাড়াই করে কৃষকদের ঘরে ধান তোলার পালা। অতীতে কৃষকদের গবাদিপশুর দিয়ে দিনভর ধান মাড়াই করতে হতো। কিন্তু বিজ্ঞানের যুগে কৃষকরা পুরানো পদ্ধতিকে কুলুঙ্গিতে রেখে বোম্বা মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছে। এমন চিত্র পাওয়া গেল তেলিয়ামুড়ার চাকমাঘাটে। সেই চাকমাঘাটের বাসিন্দা তথা কৃষক নিরোদ দাস বলেন, এক সময় গবাদি পশু দিয়ে ধান মাড়াই করা হতো। ফলে দিন ও সময়ের অপচয় হতো। গত কয়েক বছর পূর্বে সরকারিভাবে ধান মাড়াইয়ের মেশিন পেয়েছেন তিনি। বর্তমানে এই মেশিনে ধান মাড়াই করছেন। মেশিনের মাধ্যমে দ্রুত ধান মাড়াই করা যায়। হয়না সময়ের অপচয় । এই মেশিন দিয়ে আয় উপার্জনও করা যায় নিত্যদিন।

Exit mobile version