Site icon জনতার মশাল

নতুন বাজারে সপ্তাহ ব্যাপী
সংস্কৃতি কর্মশালার সমাপ্তি।

নতুন বাজার ডেস্ক,২০ মার্চ।।
বসন্ত উৎসবের মধ্য দিয়ে নূতন বাজারে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি হল গত শনিবার। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে এবং নতুন বাজার স্বামীজি সংঘ ক্লাব,সোনার তরী একাডেমী এবং নতুন বাজার রামকৃষ্ণ সেবা সদন’র যৌথ উদ্যোগে নতুন বাজারে আয়োজিত হয়েছিল সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মশালা। এই কর্মশালায় বিশিষ্ট শিক্ষক দ্বারা সংশ্লিষ্ট এলাকার খুদে বাচ্চাদের নৃত্য শেখানো হয়েছিল।
সমাপ্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নতুনবাজার রামকৃষ্ণ আশ্রমে এবং বসন্ত উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠানের দাড়ি টানা হয়। এই সাংস্কৃতিক কর্মশালায় শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন দীপঙ্কর দেবনাথ। এলাকার কচিকাঁচা বাচ্চারা এবং তাদের অভিভাবকদের বক্তব্য ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আগামীতেও যদি এভাবেই আর্থিক সহযোগিতা করে নতুন বাজারের জন্য তাহলে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক জগতে আরও এগিয়ে যেতে পারবে। সমাপ্তি অনুষ্ঠানে গান,নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা গেছে।এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version