Site icon জনতার মশাল

নিগম ভোটে স্ট্রেইট ড্রাইভে খেলবে তৃণমূল:রাজীব।
শীঘ্রই তৃণমূলের ইস্তাহার প্রকাশ :সুস্মিতা।

ডেস্ক রিপোর্টার,৯নভেম্বর।।

” শাসক দল বিজেপি’র হাত শক্ত করতেই বামেরা একের পর এক প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আগরতলা পুর নিগম থেকে।তাতে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না।মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে।চাইছে বিজেপিকে প্রত্যাখ্যান করতে।”—–বক্তা বঙ্গের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। সদ্য বিজেপি ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় তার পুরানো দলকে কটাক্ষ করে বলেন,”রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেস শুধু স্ট্রেইট ড্রাইভ খেলে।আগরতলা পুর নিগম ভোটে নির্দিষ্ট রণকৌশল নিয়েই ভোটের লড়াই শুরু করেছে তৃণমূল।বঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীবের কথায়, বিজেপি’র সন্ত্রাসকে উপেক্ষা করে আগরতলা পুর নিগমের ৫১টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে সক্ষম হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি,যদি ভোট সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়,তাহলে বিজেপি’র ঝোলা হবে শূন্য।এবং তৃণমূলের ঝোলা হবে পূর্ণ। সদ্য বিজেপি ত্যাগী তথা হালের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিআইএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে, বিজেপিকে শক্তিশালী করা।এই রাজ্যে সিপিআইএম, কংগ্রেস প্রায় অস্তিত্বহীন।তাদেরকে মানুষ বিশ্বাস করছে না।একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপি’র বিকল্প শক্তি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন, বিজেপি’র বাইক বাহিনী দিয়ে এখন আর কাজ হবে না।বাইক বাহিনী শুধু সন্ত্রাস করে থাকে।নিগম এলাকার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।মানুষ ভরসা করছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় প্রার্থীদের। সুস্মিতার কথায়, এক সময় যারা বলতো তৃণমূলের লোক নেই,অথচ তারাই তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের আক্রমণ করছে। তাতে স্পস্ট হয়ে গেল,তৃণমূল কংগ্রেসের পেছনে মানুষের সমর্থন রয়েছে। সুস্মিতা দেব বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে তৃণমূল নিগম ভোটের জন্য ইস্তাহার প্রকাশ করবে।এই ইস্তাহার নিয়েই ভোটারদের দরজায় দরজায় যাবে তৃণমূল কংগ্রেস।
সুস্মিতা দেবও প্রার্থী প্রত্যাহার ইস্যুতে সিপিআইএমকে তুলোধুনো করেন। প্রায় একই সুরে কথা বলে, নিগম ভোটে আগরতলা দখলের সুর চড়ান প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক।

Exit mobile version