Site icon জনতার মশাল

নির্বিঘ্নেই শেষ হলো ভোট।পশ্চিম আসনে ৭৯.৭ শতাংশ ভোট। রামনগর ৬৭.৮১ শতাংশ।


ডেস্ক রিপোর্টার,১৯ এপ্রিল।।
            সাঙ্গো হলো লোকসভার প্রথম দফার নির্বাচন। গোটা দেশের সঙ্গে রাজ্যের পশ্চিম আসনে অনুষ্ঠিত হয়েছে ভোট। রামনগর কেন্দ্রেও হয়েছে উপ নির্বাচন। বিরোধীরা বিভিন্ন জায়গাতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে। ভোট কেন্দ্রে অসাধু কার্যকলাপের জন্য দুইজনকে গ্রেফতারও করেছে। বিজেপির দাবি, ধৃতদের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। বিরোধী কংগ্রেস ও সিপিআইএমের দাবি, ধৃতরা শাসক দলের কর্মী সমর্থক।

নির্বাচন কমিশন স্পস্ট জানিয়ে দিয়েছে পশ্চিম আসন ও রামনগর কেন্দ্রে ভোট হয়েছে শান্তি পূর্ন ভাবে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত লোকসভার পশ্চিম আসনে ভোট পড়েছে ৭৯.৭ শতাংশ। এবং রামনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে ভোট পড়েছে৬৭.৮১ শতাংশ।
        

Exit mobile version