Site icon জনতার মশাল

নেই শ্মশানের সংস্কার।মৃতদেহ সৎকারে অস্থায়ী শ্মশান তৈরি করলো শ্মশান যাত্রীরা ।

অস্থায়ী শ্মশান।

উদয়পুর ডেস্ক ২১ জুলাই।।
ভগ্ন দশাগ্রস্থ শ্মশানে মৃতদেহ সৎকার করতে গিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসীরা। ঘটনা বুধবার উদয়পুর মহকুমার গকুলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আরএফ টিলা এলাকায়। জানায় যায়, ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীনে আরএফ টিলা এলাকায় মৃতদেহ সৎকার করার জন্য একটি শ্মশান রয়েছে। দীর্ঘ দিন ধরেই শ্মশানটি বেহাল দশায় পরিণত হয়েছে। এই শ্মশানের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। সাধারণত এলাকাবাসী এই শ্মশানটিকে সংস্কার করার জন্য দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছিলো। কিন্তু কোন উদ্যোগ নেয়নি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।

জরাজীর্ণ শ্মশান

অভিযোগ, গোটা রাজ্যে বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর একেবারেই উন্নয়ন মূলক কাজ না হওয়ায় উদাহরণ হিসেবে রয়েছে ৩০ বাগমা বিধানসভা। এই বিধানসভা কেন্দ্রে কোন ধরনের উন্নয়নমূলক কাজ ঘটেনি বলে অভিযোগ। তারই মধ্যে এই বিধানসভায় মৃত্যুর পর মৃতদেহ সৎকার করতে গেলে সাধারণ মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বুধবার জনৈক একজনের মৃতদেহ নিয়ে সৎকার করতে গিয়ে ক্ষোভ দেখান মৃতার পরিজনরা। একটা সময় মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করারও পদক্ষেপ নেন। যদিও পরবর্তীতে তা প্রশমিত হয়। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত থেকে শাসক নেতাদের বরাবর জানিয়ে কোন সুরাহা হচ্ছে না এই শ্মশানটি সংস্কার করার জন্য। তাই বিক্ষুব্ধ এলাকাবাসীদের পক্ষে দাবি উঠি শ্মশানটি যেন দ্রুত সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন।

Exit mobile version