Site icon জনতার মশাল

নেশা বাণিজ্যের করিডোর জাতীয় সড়ক।

ডেস্ক রিপোর্টার,৭মে।
রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার ময়দানে নামলো মুঙ্গিয়াকামী থানার পুলিশ। দূরপাল্লার ছয় চাকার কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে ৫২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায়।
খবর অনুযায়ী, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও মুঙ্গিয়াকামী থানা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভিকেলস চেকিং – এ বসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ভিকেলস চেকিং চলাকালীন সময় আগরতলার দিক থেকে আসা একটি কন্টেইনার লরি( এইচ আর ৩৮ ভি ৮৮১৭) -কে সন্দেহমূলক ভাবে পুলিশ আটক করে এবং সন্দেহ হওয়াতে গাড়িটিতে চিরুনি তল্লাশি চালায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। তল্লাসিকালে গাড়ির ভেতর থেকে ৩৩ প্যাকেটে ৫২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা লরির চালক হরিয়ানার যুবক মনোজ কুমারকে। আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হতে পারে বলে দাবি পুলিশের।

Exit mobile version