Site icon জনতার মশাল

পুলিশের চক্রব্যুহ ভেদ করে
লেম্বুছড়া স্টেট ব্যাঙ্কে চোরের হানা।

ডেস্ক রিপোর্টার,১এপ্রিল।।
রাজ্য জুড়ে চলছে ভোট আবহ।তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চোরের উপদ্রব। বৃহস্পতিবার রাতে নিশি কুটুম্বরা হাত সাফাই করে মোহনপুর মহকুমার লেম্বুছড়াস্থিত এসবিআই’র শাখায়। চোর চক্রের পান্ডারা জানালার রড ও কাঁচ ভেঙে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। শুধু কি তাই, চোর চক্রের চাইরা ব্যাংকের গ্রিল ভাঙে।তারপর শার্টার ভেঙে প্রবেশ করে ব্যাংকের স্ট্রং রুমে। ব্যাংকের মূল লকার ভাঙার চেষ্টা করে।কিন্তু সফল হয়নি। স্বাভাবিক ভাবেই তাদের খালি হাতে ফিরে যেতে হয়।শুক্রবার সকালে ব্যাংক কর্মী এসে এই ঘটনা পরখ করে। তারা সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। থানা পুলিশ ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে। ব্যাংকের পক্ষ থেকে দায়ের করা হয় একটি মামলা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিয়ে। কারণ রাতেই আঁধারে রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করেছে চোর চক্র। প্রতিদিন রাজ্যের কোনো না কোন জায়গাতে ঘটছে চুরির ঘটনা। রোজ অন্তত সারা রাজ্যে ৫-৬ চুরির ঘটনা ঘটে চলেছে। প্রতিটি জায়গাতেই ঘটনার পর পুলিশ ছুটে যায়।দায়ের করে মামলা।তারপর গুটিয়ে নেয় হাত।আর রাতের আঁধারে পুলিশ যেন মিইয়ে যায়। তারা সারা রাত ডিউটি করলেও চোর চক্রের পাণ্ডাদের আটকাতে পারেনি।পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়ে নানান অভিযোগ তুলছে আমজনতা।

Exit mobile version