Site icon জনতার মশাল

প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায়
ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর প্রার্থনা।

ডেস্ক রিপোর্টার,৬জানুয়ারি।।
“পাঞ্জাব বীর ভূমি,কিন্তু এই বীর ভূমিতে দেখা গেলো কায়েরের ভূমিকা পালন করতে।”—বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বৃহস্পতিবার শহরের প্রগতি রোডস্থিত মেহের কালী বাড়িতে গিয়ে পূজো দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি মেহের কালী বাড়িতে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,বুধবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন কংগ্রেস শাসিত পাঞ্জাবে।কিন্তু পাঞ্জাবের শাসক দল কংগ্রেসের লোকজন প্রধানমন্ত্রীর কনভয় আটকে দেয়।প্রধানমন্ত্রীর সঙ্গে এই ধরণের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এধরণের ঘটনা কাম্য নয়।তবে তার জন্য পাঞ্জাবের শাসক দল কংগ্রেসকে খেসারত দিতে হবে।
গত ৪জানুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে ছিলো জনসভা।মুখ্যমন্ত্রী বলেন,”এদিনের জনসভা ছিলো ঐতিহাসিক।সরকারি ভাবে ধারণা করা হয়েছিলো মাঠে ৫০হাজার লোক হবে।কিন্তু দেখা গেছে ৭০-৭৫হাজার লোকের সমাগম হয়েছে প্রধানমন্ত্রীর জনসভায়।”২০-২৫হাজার লোককে থাকতে হয়েছে মাঠের বাইরে।দূর-দুরন্ত থেকে মানুষ এসেও মাঠে প্রবেশ করতে পারেননি।তার জন্য মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।এবং আগামী দিনে প্রধানমন্ত্রীর জনসভার আরো বড় মাঠে করার চিন্তা ভাবনা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Exit mobile version