Site icon জনতার মশাল

ফের আক্রান্ত তৃণমূল,
বিজেপি’র বিরুদ্ধে সুর
চড়ালেন সন্তোষ তনয়া।

ডেস্ক রিপোর্টার,৩সেপ্টেম্বর।।
রাজ্য রাজনীতির রণভূমিতে নতুন মেজাজে পাওয়া গেল রাজ্যের প্রয়াত প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের তনয়া সুস্মিতা দেবকে। এবার সুস্মিতার সরাসরি হুমকি রাজ্যের শাসক দল বিজেপিকে।
রাজনীতির রণভূমিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব হুমকির সুরে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, “তৃণমূল কর্মীদের মারধর করে নয়,ক্ষমতা থাকলে ভোটে জয়ী হয়ে দেখাক বিজেপি।” তৃণমূল কংগ্রেস বিজেপি’র ধমকি-হুমকিকে ভয় পায় না। সুস্মিতা দেব স্পস্ট ভাবে বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপি’র গুজরাট মডেলকে ভয় পায় না। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সহ বাদবাকি বিরোধী দলের নেতা-কর্মীদের অতর্কিত আক্রমণ করছে বিজেপি। এই আচরণ গণতান্ত্রিক নিয়মের মধ্যে পড়ে না। বিজেপি’র এই নীতিকে ধিক্কার জানান তিনি।
প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে উদয়পুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আক্রমণকারীরা বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান, উদয়পুরে বিজেপির গুন্ডা বাহিনীর আক্রমণে দুইজন দলীয় কর্মী গুরুতর জখম হয়েছে।তাদের আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে আনা হয়। আহত কর্মীদের এদিন রাতে জিবি হাসপাতালে দেখতে গিয়ে শাসক দল বিজেপি’র বিরুদ্ধে সুর চড়ান সুস্মিতা। এদিন রাতে সুস্মিতা দেবের সঙ্গে জিবি হাসপাতালে গিয়েছিলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ স্থানীয় নেতৃত্ব।

Exit mobile version