Site icon জনতার মশাল

ফের বৃদ্ধি ধানের সহায়ক মূল্য,প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

২০২২-র মধ্যে গোটা দেশের কৃষকদের আর্থিকভাবে সুঠাম করার পরিকল্পনা নিয়েছিলো কেন্দ্রীয় সরকার।এর সুফল পাচ্ছে ত্রিপুরার কৃষকরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়।প্রতি বছর বাড়ছে ধানের সহায়ক মূল্য।এবার ফের কেন্দ্রীয় সরকার ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করেছে।ধানের বর্ধিত সহায়ক মূল্য ৭২ টাকা প্রতি কুইন্টালে। প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে৭২ পয়সা করে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের কৃষকরা।
রাজ্যের ধানের সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়াতে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।ধানের সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়াতে রাজ্যে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। “দেশের কোভিড পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারের এই কৃষক হিতৈষী পদক্ষেপ ঐতিহাসিক।” বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Exit mobile version