Site icon জনতার মশাল

বাজারে এলো গ্রীষ্মের
রসালো ফল লিচু।

তেলিয়ামুড়া ডেস্ক,১০মে।।
গ্রীষ্ম কালীন ফল গুলির মধ্যে লেচু একটি অন্যতম রসালো ফল। আট থেকে আশি সবার কাছেই রসালো এই ফলটি প্রিয়। গ্ৰীষ্ম কালের বৈশাখ মাসের শেষ লগ্নে সেই রসালো ফল লিচু নিয়ে হাজির বিক্রেতারা। বাজারে এই রসালো ফল এলেও মূল্যবৃদ্ধির ফলে হাত পুড়ছে ক্রেতা সাধারণের। অন্যদিকে এই রসালো ফল বাজারে বেশ চাহিদাও রয়েছে। এই ফলের দাম গগনচুম্বী হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। এতকিছুর পরেও বিক্রেতারা গ্ৰীষ্ম কালীন রসালো ফল নিয়ে পরসা সাজিয়ে বসেছে রুটি রুজির সন্ধানের জন্য।
রসালো ফল লিচু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল সেই ফলগুলো তারা তৈদু লেচুবাগান থেকে ক্রয় করে এনেছে। এই প্রসঙ্গে এক লিচু বিক্রেতা জানিয়েছেন, বাজারে লিচুর চাহিদা রয়েছে বেশ। তিনি একশ লিচু বিক্রি করছেন, ১০০ থেকে ১২০ টাকা দরে।তবে বেচা-কেনা ভালো নয়, গ্রাস করছে মন্দা। বিক্রেতারা জানান, তুলনামূলক ভাবে লিচুর ফলন এবছর কম।

Exit mobile version