Site icon জনতার মশাল

বাম নেতা পবিত্র করকে
টানা জিজ্ঞাসাবাদ ক্রাইম ব্রাঞ্চের।

ডেস্ক রিপোর্টার,২৭ আগস্ট।।
আয়ের সঙ্গে অসঙ্গতি পূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলায় ফের সিপিআইএম নেতা পবিত্র করকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ।বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চ টানা জিজ্ঞাসাবাদ করে পবিত্র করকে। এডি নগরস্থিত ক্রাইম ব্রাঞ্চের সদর দপ্তরেই হয় জিজ্ঞাসাবাদ পর্ব।
সিপিআইএম নেতা পবিত্র কর স্পস্ট ভাবে বলেন, পুলিশ তাকে হেনস্থা করেছে।কারণ প্রথম ভিজিল্যান্স তদন্তের সময় তিনি সমস্ত সম্পত্তির তথ্য প্রমান দেখিয়েছেন।দিয়েছেন ভিজিল্যান্স’র তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের উত্তর। পরবর্তী সময়ে মামলার তদন্তের দায়িত্ব নেয় ক্রাইম ব্রাঞ্চ।টানা এগারো ঘন্টা ক্রাইম ব্রাঞ্চ তাঁর বাড়িতে তল্লাশি চালায়।এবং করে জিজ্ঞাসাবাদ।সমস্ত নথি পত্র নিয়ে আসে।
বাম নেতা পবিত্র কর বলেন,আবার ফের একই ইস্যু নিয়ে শুক্রবার ক্রাইম ব্রাঞ্চ তলব করেছে। ক্রাইম ব্রাঞ্চের তলব পেয়ে তিনি আসেন।এবং পুলিশ আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন। পবিত্র করের বক্তব্য, পুলিশ বারবার একই কথা জিজ্ঞাসাবাদ করছে।তার কোনো মানে হয় না।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পবিত্র করের কথায়, বিজেপি সরকার ইছাকৃত ভাবে বিরোধী দলের নেতাদের হয়রানি করছে। আগে বাদল চৌধুরীকে অসুস্থ করে দিয়েছে বিজেপি সরকারের পুলিশ। পবিত্র কর আক্ষেপ করে বলেন,”পুলিশ এখন তাকে লিখিত ভাবে প্রশ্নের উত্তর দিতে বলেছে।”
বিজেপিকে কটাক্ষ করে দাপুটে বাম নেতা পবিত্র কর বলেন, বিজেপির পায়ের নিচে জমি নেই।মানুষ বিজেপিকে মেনে নিতে পারছে না।তাই মানুষের নজর ঘুরিয়ে দিতে বিরোধী দলের নেতাদের ঝামেলায় ফেলতে চাইছে। পবিত্র করের দাবি, শেষ লড়াই হবে ময়দানে।সেখানেই হবে সত্যের জয়।তার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ সহ বামপন্থীরা।

Exit mobile version