Site icon জনতার মশাল

বিজেপি’র জনজাতি নেতৃত্বের
সঙ্গে উপমুখ্যমন্ত্রীর বৈঠক।প্রদ্যুত কে ট্যাকেলের কৌশল!

ডেস্ক রিপোর্টার,১৪মার্চ।।
রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তিপ্রামথার অনুষ্ঠিত ‘জনসভা’ রাজ্য রাজনীতির শিরা-ধমনীর চাপ বাড়িয়ে দিয়েছে। পাহাড়ে তিপ্রামথার এই উত্থানে চিন্তার ভাঁজ পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরে।কারণ মথা একই সঙ্গে পাহাড় রাজনীতিতে দুই রাজনৈতিক দল বিজেপি-সিপিআইএম উভয়ের কাছেই ফ্যাক্টর হয়ে উঠেছে,বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজেপি সূত্রের খবর, শনিবার তিপ্রামথার জনসভার পর পাহাড়ে বিজেপি’র শক্তি নিয়ে পর্যালোচনার বৈঠক করেন দলের জনজাতি নেতৃত্ব।উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা ও উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠিত বৈঠকে গেরুয়া শিবিরের জনজাতি নেতৃত্ব আগামীর প্রাথমিক রোডম্যাপও তৈরি করেছে বলে জানা যায়।

Exit mobile version