Site icon জনতার মশাল

বিধানসভার অধ্যক্ষ
রেবতী মোহনের পদত্যাগ।

ডেস্ক রিপোর্টার,২সেপ্টেম্বর।।
          প্রত্যাশিত ভাবেই দলের নির্দেশ অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন রেবতী মোহন দাস। বৃহস্পতিবার সকালে বিধানসভায় গিয়ে অধ্যক্ষ রেবতী মোহন দাস তাঁর পদত্যাগ পত্র তুলে দেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে।সঙ্গে ছিলেন বিধানসভার সচিব। প্রতাপগড়ের বিধায়ক রেবতী মোহন দাসকে তাঁর দায়িত্ব থেকে সরানো হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেই অনুযায়ী তিনি এদিন পদত্যাগ করেন।
রেবতী মোহন দাসের পরিবর্তে কাকে করা হবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ? এই প্রশ্ন ঘুরাফেরা করছে রাজ্য বিজেপি’র অন্দর মহলে।অধ্যক্ষ হওয়ার দৌঁড়ে রয়েছেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। খবর অনুযায়ী, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে।এবং
উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীকে।
অধ্যক্ষ’র পদ থেকে পদত্যাগ করার পর রেবতী মোহন দাসকে প্রদেশ বিজেপি’র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।এদিন বিকালে প্রদেশ বিজেপি’র সদর দপ্তরে সভাপতি মানিক সাহা প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাসকে সহ-সভাপতির দায়িত্ব অর্পন করেন।

Exit mobile version