Site icon জনতার মশাল

বিপ্লব কুমার দেবের বহিষ্কারের
খবর গুজব! দাবি বিপ্লব ঘনিষ্ঠদের।

ডেস্ক রিপোর্টার,২৬জুলাই।।
“রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ছয় বছরের জন্য দল বহিষ্কার করেছে। এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।” সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে এরকম বহু খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়েছে। বিপ্লব ঘনিষ্ঠদের বক্তব্য, এই ধরনের খবর নাকি সম্পূর্ণ ভুয়ো। নেই কোনো বাস্তবতা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনও এতটা নিষ্ঠুর হবেন না বিপ্লব কুমার দেবের প্রতি। কারণ ত্রিপুরাতে বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে বিপ্লব কুমার দেবের একটা বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিপ্লব কুমার দেব ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কুর্সি। কিন্তু কেন তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হলো? এটা অবশ্যই এখন পর্যন্ত রহস্যাবৃত।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শিবিরের বক্তব্য, তাঁকে নিয়ে সুনির্দিষ্টভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। পেছন থেকে কলকাঠি নাড়ছেন একসময়ের তাঁর সতীর্থ তথা বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন সংবাদ মাধ্যম বিপ্লবকে কালিমালিপ্ত করতে নানান ভুয়ো খবর প্রচার করছে।
রাজনৈতিক বিশারদদের বক্তব্য, আগামী দিনে বিপ্লব কুমার দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখনো স্পষ্ট হয়নি।এই কারণেই সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব। বিপ্লব কুমার দেবকে কি ফের বসানো হবে প্রদেশ বিজেপির মাথায় ? নাকি তাঁকে পাঠানো হবে রাজ্যসভায়?নাকি পাঠিয়ে দেওয়া হবে রাজনৈতিক সন্ন্যাসে ? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছে আমজনতা।প্রশ্নের উত্তর সামনে এলেই বিপ্লব কুমার দেবকে নিয়ে চলতে থাকা বিভিন্ন প্রচার – অপপ্রচারও (!) বন্ধ হয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Exit mobile version