Site icon জনতার মশাল

বিবেকানন্দ বিচার মঞ্চের
প্রতিবাদ মিছিল রাজপথে

ডেস্ক রিপোর্টার,২০আগস্ট।।

তৃণমূল শাসিত পশ্চিম বাংলার রামপুর হাটস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বরুনানন্দজীর উপর দুষ্কৃতির আক্রমণের ঘটনায় উত্তাল আগরতলা। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ।এই সংস্থার পক্ষ থেকে শুক্রবার রাজপথে বের হয় বিশাল মিছিল। এই মিছিল শহরের উত্তরগেট সংলগ্ন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এবং শেষ হয় উজ্জ্বয়ন্ত প্রাসাদের মূল ফটকের সামনে।বিবেকানন্দ বিচার মঞ্চ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য,সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা।
বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিম বাংলায় নেই কোনো আইনের শাসন। বাংলার রামপুর হাটের রামকৃষ্ণ মিশনের মহারাজ
বরুনানন্দজীকে দুস্কৃতিরা আশ্রমে প্রবেশ করে মারধর করে।জোর করে মাদক দ্রব্য খাইয়ে দেয় দুস্কৃতিরা।” এই ঘটনা কোনো ভাবেই মানা যায়না।

Exit mobile version