Site icon জনতার মশাল

বিশ্ব জিমন্যাস্টিক্সে
দীপার পঞ্চম স্থান।


স্পোর্টস ডেস্ক,১৮ ফেব্রুয়ারি।।
         পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পদ্মশ্রী দীপা কর্মকারকে।  নিজের প্রিয় ইভেন্ট ভল্টিং টেবিলে। ইজিপটের রাজধানী কাইরোতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। সংবাদ লিখা পর্যন্ত শনিবার ফাইনালে পায়ের চোটের জন্য কিছুটা পিছিয়ে পড়তে হয় সোনার মেয়ে দীপাকে। এবং পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় । দীর্ঘ বছর পর দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পঞ্চম স্থান দখল করা সহজ ব্যাপার নয়।


এবারের সাফল্য আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে দীপাকে বিশ্বাস করেন সকলেই। অনেকেই ভাবছেন ফুরিয়ে গেছে সোনার মেয়ে। তবে দীপা এবং ওর কোচ বিশ্বাস করেন প্রায় ৩ বছর পর দেশের জার্সি গায়ে জড়িয়ে নামাটাই বড় ব্যাপার। যা আগামীদিনে আরও সাফল্য এনে দিতে সাহায্য করবে।ফাইনালে যাওয়ার যাওয়ার লড়াইয়ে দাপা দখল করেন তৃতীয় স্থান। ১৩.‌৪৪৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করে ফাইনালে উঠেন দীপা। সপ্তম স্থান দখল করে ভারতের অপর জিমন্যাস্ট প্রণতি নায়েক ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেন।

Exit mobile version