Site icon জনতার মশাল

বেপরোয়া গাড়ি,
গণরোষের আক্রান্ত চালক।

উদয়পুর ডেস্ক।।
উদয়পুর রেলস্টেশন থেকে একটি নম্বর বিহীন যাত্রীবাহী গাড়ি খুব দ্রুত বেগে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন গাড়িটি রেল স্টেশন থেকে আসার পথে বহু মানুষ , দোকানঘর ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়িকে সজোরে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । আর সেই সময় মাতারবাড়ি এলাকায় রাস্তার ধারে থাকা সাধারণ মানুষ গাড়িটিকে ধরার জন্য তার পেছন পেছন ধাওয়া করে । পরে একটা সময় উদয়পুর ক্যানাল চৌহমুনী এলাকায় জাতীয় সড়কে গাড়িটিকে ধরে ফেলে উত্তেজিত জনতা । গাড়িটিকে আটক করার সাথে সাথেই ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনা বুধবার রাতে।
গণরোষে আক্রান্ত হয় গাড়িতে চালকের আসনে থাকা যুবক।একটা সময় গাড়িটিতে আগুন ধরানোর চেষ্টা করে উত্তেজিত জনতা । খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । অপরদিকে উদয়পুর আগরতলার সেই জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে দুই ধারে। মুহূর্তেই কয়েকশো গাড়ি দাঁড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাধা কিশোরপুর থানার পুলিশ। এবং আহত গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে।

Exit mobile version