Site icon জনতার মশাল

মরিচ ক্ষেতে দুস্কৃতির হানা।
মাথায় হাত কৃষকের।

তেলিয়ামুড়া ডেস্ক,১০মে।।
গভীর রাতে দুষ্কৃতিকারীরা এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল কৃষি ক্ষেতে থাকা তেরোশ মরিচের চারা নষ্ট করে দেয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মধ্য-কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় সোমবার গভীর রাতে।
মধ্য-কৃষ্ণপুর নতুন বাজার এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক নিরঞ্জন সরকার জানিয়েছেন, তার কৃষি ক্ষেতে সোমবার রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে। একে একে তার ক্ষেতে থাকা তেরোশ মরিচ গাছের চারা নষ্ট করে দেয়। কৃষক নিরঞ্জন সরকারের কথায়, মঙ্গলবার সকালে কৃষি ক্ষেতে গিয়ে তিনি প্রত্যক্ষ করতে পারে কে বা কাহারা তার মরিচ কৃষি ক্ষেতের মরিচের চারাগুলি নষ্ট করে দিয়েছে।
এই ঘটনা দেখে কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন। নিরঞ্জন সরকারের বক্তব্য, এই ঘটনার কারণে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে তার। এই সংক্রান্ত বিষয়ে তিনি তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Exit mobile version