Site icon জনতার মশাল

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বনধ
প্রত্যাহার টিআইএসএফের।


ডেস্ক রিপোর্টার, ১২ফেব্রুয়ারি।।
             অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার।রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হস্তক্ষেপে প্রত্যাহার হলো টিআইএসএফের ত্রিপুরা বনধ। হলো সমস্যার সমাধানও। এখন থেকে আগের মতোই ছাত্র- ছাত্রীরা তাদের পছন্দের হরফে (বাংলা বা রোমান) লিখতে পারবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর প্রদ্যুৎ কিশোর তার অনুগামীদের বনধ প্রত্যাহার করে নেওয়ার বার্তা দেন। একই সঙ্গে সোমবার সন্ধ্যাতে রাজ্যের মন্ত্রী তথা মন্ত্রিসভার প্রবক্তা সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি অন্দোলনকারী পথ অবরোধ মুক্ত করার বার্তা দিয়েছিলেন। সরকারের এই সিদ্ধান্তকে অন্দোলনকারীরা তাদের জয় বলে মনে করছেন। এবং অন্দোলনস্থলেই তারা উল্লাসে ফেটে পড়েন।

Exit mobile version