Site icon জনতার মশাল

মুখ্যমন্ত্রী হেল্পলাইন
মুমূর্ষ রোগীকে রক্তদান
সরকারি মহিলা কর্মচারীর।

ডেস্ক রিপোর্টার,১০ সেপ্টেম্বর।।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চালু করেছিলেন “মুখ্যমন্ত্রী হেল্পলাইন”। হেল্পলাইন নম্বর—১৯০৫। অর্থাৎ মানুষ নানান সমস্যার কথা এই ফোন নম্বরে জানাতে পারেন।
মুখ্যমন্ত্রী হেল্পলাইন চালু হওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়। বুধবার মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে একটি ফোন আসে।ফোনের অপর প্রান্ত থেকে একজন মহিলা রোগীর জন্য রক্ত চাওয়া হয়।
মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে এই বার্তা পৌছার পর শিল্পী চক্রবর্তী নামে এক জন সরকারি কর্মচারী ছুটে যান হাসপাতালে অসুস্থ মহিলার কাছে। শিল্পী চক্রবর্তী মুমুর্ষ রোগীকে রক্তদান করেন। পশ্চিম জেলার সিএমও অফিস থেকেই এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজ্য রাজস্ব দপ্তরে কর্মরত মহিলা কর্মচারী শিল্পী চক্রবর্তীর এই উদ্যোগের প্রশংসা করে সবাই।সঙ্গে স্বার্থকতা আসে মুখ্যমন্ত্রী হেল্পলাইনেরও।

Exit mobile version