Site icon জনতার মশাল

মেট্রিক্সের রেটিং দাবার
উদ্বোধক পদ্মশ্রী দীপা।

স্পোর্টস ডেস্ক,১৯ডিসেম্বর।।
মেট্রিক্স চেস একাডেমির আয়োজিত শ্যাম সুন্দর কোং প্রথম বর্ষ অপর্ণা দত্ত স্মৃতি রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করবেন পদ্মশ্রী ড:‌ দীপা কর্মকার। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের যোগা হলে আগামী ২১ ডিসেম্বর দুপুর ২ টায় হবে ১০ রাউন্ডের এই দাবা আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে দীপা কর্মকার এছাড়া উপস্থিত থাকবেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু এবং সচিব দীপক সাহা। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসর। এবারের আসরে ভিনরাজ্য থেকে প্রায় ১৭৫ জন দাবাড়ু অংশ নেবে। আগেই এই তথ্য নিশ্চিত করেছিলো উদ্যোক্তারা।
আন্তর্জাতিক মানের এই দাবার আসর উপকৃত হবে রাজ্যের দাবাড়ুরাও।এবং ভিন রাজ্যের প্রতিভাবান দাবাড়ুদের থেকে ভালো খেলা শেখার পাশাপাশি নিজেদের রেটিংও বাড়িয়ে নিতে পারবে রাজ্যের দাবাড়ুরা। মনে করছেন দাবা বিশেষজ্ঞরা। রবিবার থেকেই ভিনরাজ্যের দাবাড়ুরা রাজ্যে আসতে শুরু করে দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সকল অংশের ক্রীড়ামোদী মানুষকে উপস্থিত থাকার জন্য মেট্রিক্স চেস একাডেমির কর্ণধার তথা ভারতীয় যুব দলের কোচ ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত আহ্বান করেছেন।

Exit mobile version