Site icon জনতার মশাল

রাজ্যের সমস্ত জেলায় করা হবে
ভ্রাম্যমান তারামণ্ডল: উপমুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টার,৬জুলাই।।
“মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে রাজ্যের সমস্ত জেলায় ভ্রাম্যমান তারামণ্ডলের ব্যবস্থা করা হচ্ছে।” শুক্রবার বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান তারামন্ডলের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আরও আকর্ষণ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বক্তব্যে একথা যোগ করেছেন উপমুখ্যমন্ত্রী।
ভ্রাম্যমান তারামন্ডলের উদ্বোধনী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। তাই ছাত্রছাত্রীদেরও বিজ্ঞানমনস্ক হতে হবে। মন্ত্রীর কথায়, রাজ্যে শিক্ষার বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক এলাকাগুলিতেও গুণগত শিক্ষার সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই তারামন্ডলটি জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রদর্শন করা হবে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ভ্রাম্যমান তারামণ্ডল ছাত্রছাত্রীদের মহাকাশ, নানা গ্রহ-উপগ্রহ ও ছায়াপথ সম্পর্কে জ্ঞান অন্বেষণে সহায়ক ভূমিকা নেবে। এই ভ্রাম্যমান তারামন্ডলটি নির্মাণে ব্যয় হয়েছে ৮ লক্ষ টাকা।

Exit mobile version