Site icon জনতার মশাল

রাজ্যে এসেছেন কিশোর,পেলেন দায়িত্ব

ডেস্ক রিপোর্টার,২০জুলাই:

রাজ্যে এলেন বিজেপি নেতা কিশোর বর্মন।মঙ্গলবার রাজ্যে এসেই কিশোর বর্মন সরাসরি চলে যান প্রদেশ বিজেপি’র সদর দপ্তরে।সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি’র সভাপতি মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্ব।কিশোর রাজ্যে এসেই পেয়ে যান উপহার।তাকে করা হয় রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি দায়িত্ব নিয়ে দেখাশোনা করবেন দলের সাংগঠনিক কাজ।প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা কিশোরের হাতে তুলে দেন সাধারণ সম্পাদকের “নিয়োগ পত্র”।
দিল্লির নেতৃত্বের নির্দেশেই কিশোর বর্মনকে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।রাজনৈতিক ভাবে রাজ্য বিজেপিতে কিশোর বর্মনের অন্তর্ভুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কেননা কিশোর বর্মন তার পরিশ্রমের ফল পেয়েছেন।সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন কিশোর।সেখানে বিজেপি খুব ভাল রেজাল্ট করেছে।এর উপহার স্বরূপ মেলাঘরের ছেলে কিশোরকে প্রদেশ বিজেপিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বিজেপি সূত্রের খবর,কিশোর এখন প্রদেশ বিজেপির সাংগঠনিক কাজকর্ম দেখাশুনা করবেন।২০২৩-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যে কিশোরকে দল সামনের সারিতে নিয়ে এসেছে তা বলার অপেক্ষা রাখে না।

Exit mobile version