Site icon জনতার মশাল

রাজ্যে বাজারে পরিবেশ বান্ধব ইট।

ডেস্ক রিপোর্টার,।।
রাজ্যের ইট শিল্পে নতুন সংযোজন “আরএমএস ব্রিকস ইন্ডাস্ট্রি”। বোধজং নগর শিল্প তালুকে এক একর জমিতে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব এই ইট তৈরির কারখানা।রাজ্যে ইটের চাহিদা মেটাতেই সুলভ দামে ইট বাজারজাত করবে এই শিল্প সংস্থা।আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন সংস্থার সিনিয়র ম্যানেজার রানা সাহা। সাংবাদিক বৈঠকেই এই ফ্লাই অ্যাশ ব্রিকসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। সঙ্গে ছিলেন সংস্থার সিনিয়র
ম্যানেজার রানা সাহা সহ অন্যান্য কর্মকর্তারা।
আরএমএস ব্রিকস ইন্ডাস্ট্রি”র ম্যানেজার রানা সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী তৈরি হচ্ছে এই ইট।বাজারে চাহিদাও আছে বেশ।বিভিন্ন সরকারি সংস্থায় এই ইট ব্যবহার হচ্ছে।রাজ্যের বাজারেও ফ্লাই অ্যাশ ব্রিকসের ভালো চাহিদা রয়েছে।তিনি জানিয়েছেন, এই সংস্থাটি সম্পূর্ন স্বয়ংক্রিয় ফ্লাই অ্যাশ ব্রিক ও কংক্রিট ব্লক তৈরির প্ল্যান্ট স্থাপন করেছে।

Exit mobile version