Site icon জনতার মশাল

শীঘ্রই আগরতলার সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা- চট্টগ্রাম ও সিঙ্গাপুর: মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার,১১ডিসেম্বর।।
দ্রুত অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়,দেশের অনেক রাজ্য থেকে এগিয়ে ত্রিপুরা।খুব শীঘ্রই আগরতলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিঙ্গাপুরকে যুক্ত করা হবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ত্রিপুরার খুব কাছে।উত্তর-পূর্বাঞ্চলের আর কোনো রাজ্যের ক্ষেত্রে এই সুবিধা নেই।এই সমস্ত আন্তর্জাতিক পথ ব্যবহার করে খুব তাড়াতাড়ি ত্রিপুরার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।ডেস্টিনেশান ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিটে একথা বলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছিলো এই ইনভেস্টমেন্ট সামিট।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার দ্রুত উন্নয়ন ঘটছে নানান দিকে।তার সাফল্য পাবে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্য গুলিও।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বনজ সম্পদের কথা উল্লেখ করে বলেন, দেশের মধ্যে অক্সিজেন প্রদানকারী রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা একটি।রাজ্যের ৭২ শতাংশ বনাঞ্চল। ট্যুরিজম প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,আগামী কয়েক বছরের মধ্যে ডুম্বুর পর্যটন কেন্দ্রটি ঢেলে সাজানো হবে।সামিটে উপস্থিত ভিন রাজ্যের উদ্যোগপতিদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ত্রিপুরাতে এসে ঘুরে যান।উপভোগ করুন ত্রিপুরার সুন্দর প্রাকৃতিক পরিবেশ।

Exit mobile version