Site icon জনতার মশাল

শুরু কংগ্রেসের ডিজিটাল
সদস্য পদ গ্রহণ কর্মসূচি।

ডেস্ক রিপোর্টার,২২ফেব্রুয়ারি।।
ত্রিপুরায় শুরু হচ্ছে কংগ্রেসের ডিজিটাল সভ্য পদ গ্রহণ কর্মসূচি । এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব আব্দুল হান্নান , প্রদেশ রিটার্নিং অফিসার এন প্রীতম , ডিজিটাল মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ রাহুল বল , ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা প্রমূখ ।
প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন, ডিজিটালি সভ্যপদ সংগ্রহ শুরু হয়ে গেছে । নয়টি জেলার সভাপতিকে ১০০০করে এবং প্রত্যেক বুথ সভাপতিকে ৫০০ করে সভ্যপদের টার্গেট দেওয়া হয়েছে।কংগ্রেস সভাপতির দাবি,এখন পর্যন্ত মোট সাড়ে সাত হাজার সদস্য হয়েছে।আগামী ৩১মার্চ পর্যন্ত চলবে সদস্য পদ সংগ্রহ।
অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতা আব্দুল হান্নান জানান , উত্তরপ্রদেশে আর ভাজপার সরকার হচ্ছে না । আর বাকি যে দলই হোক কংগ্রেসের’ সাহায্য ছাড়া সরকার গড়তে পারবে না ।

Exit mobile version