Site icon জনতার মশাল

শুরু ত্রিপুরা যাত্রা,
মাতৃ দর্শনে সুস্মিতার শক্তি সঞ্চয়।

উদয়পুর ডেস্ক,২ সেপ্টেম্বর।।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী
সুস্মিতা দেব সরোবর নগরীতে মাতৃ দর্শনের মধ্য দিয়ে “ত্রিপুরা জয়”-র যাত্রা শুরু করলেন।বৃহস্পতিবার তিনি যান উদয়পুরের মাতাবাড়িতে। দর্শন করেন মা ত্রিপুরেশ্বরীকে। রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাতের কামনা করে করেন মাতৃ বন্দনা।
মাতা বাড়িতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষ ‌করে সুস্মিতা দেব বলেন, ২০১৮ সাল থেকে শাসক দল তাদের একটিও প্রতিশ্রুতি রাখতে পারেনি। রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, “জিতবে ত্রিপুরা।”
সন্তোষ তনয়া সুস্মিতার বক্তব্য, ” সাধারণ মানুষই শেষ কথা বলবে, দেবীর আশীর্বাদে, আমরা রাজ্য এবং জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি”। সুস্মিতার বিশ্বাস ত্রিপুরার মাটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে”।
অসমের তৃণমূল কংগ্রেসের লক্ষ্য সম্পর্কে সুস্মিতা দেব স্পষ্ট করে বলেন, “ অসমে একটি অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতি আছে – মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছেন। যদিও অসমের জন্য তৃণমূল কংগ্রেসের পৃথক পরিকল্পনা আছে – কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় মনোনিবেশ করতে চায়”।

Exit mobile version