Site icon জনতার মশাল

সাংবাদিক সেবক ভট্টাচার্যকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর হুমকি।

ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
বন্ধ থাকা রাজ্যের দুইটি ক্যাবল চ্যানেলকে পুনরায় চালু করার ইস্যুতে “ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি” নামক সংস্থার সভাপতি সেবক ভট্টাচার্যকে হুমকি দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন সাংবাদিক সেবক ভট্টাচার্য।
সেবক ভট্টাচার্য’র বক্তব্য,”সোমবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তাকে ফোন করেন। এবং আকাশ ত্রিপুরা ও দিনরাত চ্যানেল দুটি চালানোর ব্যবস্থা করার করার কথা বলেন। জিতেন্দ্র চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সেবক ভট্টাচার্য উভয়কে উদ্দেশ্য করেই বলেছিলেন।
মোবাইলের অপর প্রান্তে থাকা জিতেন্দ্র চৌধুরীকে সেবক বাবু স্পস্ট জানিয়ে দেন, তিনি এবং প্রণব সরকারের সঙ্গে বন্ধ থাকা চ্যানেল পুনরায় চালু করার কোনো সম্পর্ক নেই। গোটা বিষয় দেখে মাল্টিপল সার্ভিস অর্গানাইজেশন অর্থাৎ এমএসও।
সাংবাদিক বৈঠকে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন,” তিনি এবং সেবক ভট্টাচার্য ক্যাবল নিয়ন্ত্রণ করেন না। কারা ক্যাবল নিয়ন্ত্রণ করে তা প্রকাশ্যে আনার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। প্রণব বাবুর বক্তব্য, আগামী দিনে সেবক ভট্টাচার্য ও তাকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর বড় ধরণের কোনো পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকার সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়ার দুই নেতা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মানুষের কাছে সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরীর হুমকি স্বরূপ বক্তব্যের উপাখ্যান তুলে ধরেন।

Exit mobile version